ইউক্রেনে বিমান বোঝাই করে আরও ত্রাণ পাঠাল সৌদি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ১১:৫৯ এএম
ইউক্রেনে আবারও বিমান বোঝাই করে মানবিক ত্রাণ সহায়তা পাঠিয়েছে সৌদি আরব।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বাদশাহ ফয়সাল ত্রাণ কেন্দ্র থেকে ৩০ টন ত্রাণসামগ্রী নিয়ে বিমানটি পোল্যান্ডের রেজেসজো বিমানবন্দরে অবতরণ করেছে। খবর ডেইলি সাবাহর।
সৌদির পাঠানো ত্রাণের মধ্যে জরুরি ওষুধ ছাড়াও রয়েছে তাঁবু এবং বিদ্যুতের জেনারেটর।
এ আগে আরও দুবার ত্রাণসামগ্রী পাঠিয়েছে আরবের এ ধনী দেশটি। সম্প্রতি সৌদির পররাষ্ট্রমন্ত্রী কিয়েভ সফর করেন। তার এ সফরের পরই ইউক্রেনে ত্রাণ পাঠানো শুরু করে সৌদি।
এর আগে গত শুক্রবার দুটি বিমানে করে ইউক্রেনে ১৬৮ টন জরুরি ত্রাণ পাঠায় সৌদি আরব।