Logo
Logo
×

আন্তর্জাতিক

কলকাতায় আরও ৬ শিশুর মৃত্যু, যা বললেন মেয়র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ০৭:৪৯ পিএম

কলকাতায় আরও ৬ শিশুর মৃত্যু, যা বললেন মেয়র

প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আবারও শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। রাজ্যের বিসি রায় শিশু হাসপাতালে রোববার ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। 

মৃত শিশুদের মধ্যে এক জনের মৃত্যুর কারণ হিসেবে ‘অ্যাডিনোভাইরাল নিউমোনিয়া’র কথা বলা হয়েছে।

এ নিয়ে টানা ৯ দিনে ৪০ শিশুর মৃত্যু হলো কলকাতায়। আর গত দুই মাসে রাজ্যে ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে। শুধু বিসি রায় হাসপাতালেই মৃত্যু হয়েছে ৩৯ জন শিশুর। 

বিসি রায় শিশু হাসপাতালে এখনও বহু শিশু ভর্তি রয়েছে। অভিভাবকরা আতঙ্কের মধ্যে প্রহর গুনছেন। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিসি রায় হাসপাতালেই মৃত্যু হয়েছে ৩৯ শিশুর। রোববার মৃত শিশুদের মধ্যে একজনের ‘‌ডেথ সার্টিফিকেট’‌–এ মৃত্যুর কারণ হিসেবে ‘অ্যাডিনোভাইরাল নিউমোনিয়া’র কথা বলা হয়েছে। তবে বাকিদের কী হয়েছিল?‌ সেটা এখনও স্পষ্ট করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘প্রাণঘাতী জ্বর নিউমোনিয়া ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। দু‌মাসে বেশ কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে এটা আমরা দেখছি। এটা সবার হচ্ছে। সারা দেশে হচ্ছে। রাজ্য সরকার এ বিষয়টি খুব সিরিয়াসভাবে দেখছে। তবে গরম পড়ায় নিউমোনিয়া বা অ্যাডিনোভাইরাসের প্রকোপটা কমে এসেছে।‌

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম