Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্ববিদ্যালয়গুলোতে ইয়োগা চালুর পরিকল্পনা সৌদির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ১০:৪২ পিএম

বিশ্ববিদ্যালয়গুলোতে ইয়োগা চালুর পরিকল্পনা সৌদির

শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী বিবেচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইয়োগা বা যোগ ব্যায়াম চালু করতে চায় সৌদি আরব। গত সপ্তাহের শেষের দিকে এ বিষয়ে দেশটির প্রধান কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি হয়েছে বলেও জানিয়েছেন সৌদি ইয়োগা কমিটির প্রেসিডেন্ট নওফ আল মারওয়ায়ি। আরব নিউজ।

‘ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোমোশন অফ নিউ স্পোর্টস গেমস ইন ইউনিভার্সিটিস’ প্রকল্পের আওতায় দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে ইয়োগা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

মারওয়ায়ি বলেছেন, ‘ইয়োগা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী।’ ‘ভিশন ২০৩০ অনুযায়ী খেলাধুলায় স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে সাহায্য করবে এই ব্যায়াম।’ ইয়োগা কমিটি বিভিন্ন ধরনের প্রতিভা খুঁজে বের করতে বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করবে; যারা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা ইয়োগা বা যোগাশনের মতো নানা ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম