Logo
Logo
×

আন্তর্জাতিক

২৩ ডলার চুরি করে ১৪ বছর গুহাবাস!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ১০:২৬ পিএম

২৩ ডলার চুরি করে ১৪ বছর গুহাবাস!

চীনের হুবেই প্রদেশের লিউ মৌফু মাত্র ২৩ ডলার বা আড়াই হাজার টাকারও কিছু কম চুরি করেন। এরপর তিনি পুলিশের হাত থেকে বাঁচতে গা-ঢাকা দেন। তিনি ১৪ বছরের জন্য গুহাবাসে চলে যান। এই সময় শুধু খাবার জোগাতে গুহা থেকে বের হতেন তিনি। ওডিটি সেন্ট্রাল। 

২০০৯ সালে একটি গ্যাস স্টেশন থেকে মাত্র ১৫৬ ইউয়ান বা প্রায় ২৩ ডলার চুরি করেন লিউ মৌফু। শ্যালক ও আরেক সঙ্গী নিয়ে এই চুরি করেন লিউ। চুরি করে পান মাত্র ১৫৬ ইউয়ান, যার ৬০ ইউয়ানই খরচ হয় পালানোর পরে খাওয়া-দাওয়াতে। 

বাকি অর্থ ভাগাভাগির পর একেকজনের কাছে থাকে মাত্র ৩২ ইউয়ান বা সাড়ে চারশ টাকা। পালানোর পরে তিনজন তিন জায়গায় আত্মগোপন করেন। শিগগির লিউয়ের দুই সঙ্গীকে ধরে হাজতে নিয়ে যায় পুলিশ। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম