Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের নয়া অভিযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০৩:৩৬ পিএম

ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের নয়া অভিযোগ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

চলমান যুদ্ধের প্রতিপক্ষ ইউক্রেনের বিরুদ্ধে এবার নতুন অভিযোগ আনলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় সন্ত্রাসী হামলা চালিয়েছে ইউক্রেনের লোকজন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ব্রাইয়ানস্ক এলাকায় এই হামলা চালানোর অভিযোগ করেছেন রুশ নেতা। সেই সেঙ্গ বেসামরিক লোকজনের উপর চালানো এই অন্তর্ঘাতমূলক তৎপরতার সঙ্গে জড়িতদের নির্মূল করার অঙ্গীকারও করেছেন তিনি।

মস্কোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রথমে সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় প্রবেশ করে ইউক্রেনের কিছু নাগরিক। এর পর একটি প্রাইভেটকারে গুলিবর্ষণ করে একজনকে হত্যা করে তারা। এ ঘটনায় আহত হয় একটি শিশু। পাশাপাশি একটি দোকানে কয়েকজনকে জিম্মি করে রাখে অনুপ্রবেশকারীরা।

রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি এ প্রসঙ্গে জানিয়েছে, হামলার পর ইউক্রেনের ওই নাগরিকদের ধাওয়া করলে তারা নিজ দেশে পালিয়ে যায়। এক বিবৃতিতে নিরাপত্তা সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, জানমালের ক্ষয়ক্ষতি এবং বেসামরিক স্থাপনার ধ্বংস এড়াতে ইউক্রেনে তাড়িয়ে দেওয়া হয়েছে শত্রুদের।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ায় ব্যাপক হামলার উদ্দেশ্য নিয়েই অনুপ্রবেশ করেছিল সংঘবদ্ধ দলটি। কারণ পালিয়ে যাওয়ার সময় তারা বিপুল পরিমাণ বিস্ফোরক ফেলে গেছে।

তবে এ ধরনের দাবিকে গল্প অভিহিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সিনিয়র উপদেষ্টা মিখাইলো পোডোলায়েক এক টুইটার বার্তায় বলেছেন, ইচ্ছাকৃতভাবে উস্কানি তৈরি করতেই এমন হামলার গল্প বলা হচ্ছে।

হামলা প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট এক টেলিভিশন ভাষণে বলেছেন, আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব, তারা কোনো কিছুই অর্জন করতে পারবে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম