Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ ইউরোপের জন্য 'অগ্নিপরীক্ষা'

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০৬:১৬ পিএম

ইউক্রেন যুদ্ধ ইউরোপের জন্য 'অগ্নিপরীক্ষা'

ইউক্রেন যুদ্ধ ইউরোপের জন্য একটি 'অগ্নিপরীক্ষা'। এমন মন্তব্য করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বোপকে হোকস্ত্রা। খবর সিএনএনের।

বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে জি-২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের সাইডলাইনে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। হোকস্ত্রা বলেন, রাশিয়া-ইউক্রেনের চলমান দ্বন্দ্ব নেদারল্যান্ডস, ইউরোপ এমনকি পুরো বিশ্বের জন্যই অগ্নিপরীক্ষার মতো।  

এ সময় ইউক্রেনকে সহায়তা করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। সেই সঙ্গে ধারণা করেন, ইউক্রেন যুদ্ধ দীর্ঘদিন ধরে চলবে।  
ডাচ পররাষ্ট্রমন্ত্রী এ সময় আফগানিস্তানে রাশিয়ার ৯ বছরের যুদ্ধ ও পূর্ব ইউরোপে কয়েক দশকের যুদ্ধের কথা স্মরণ করিয়ে ইউরোপকে সতর্ক করেন।

প্রসঙ্গত, ভারতের নয়াদিল্লিতে চলছে জি-২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী সম্মেলন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম