Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরাইল ও জার্মানির উদ্বেগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ১২:৪৯ পিএম

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরাইল ও জার্মানির উদ্বেগ

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইসরাইল ও জার্মানি।

বার্লিনে মঙ্গলবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবকের সঙ্গে এক যৌথ বিবৃতিতে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এ উদ্যোগের কথা জানান। খবর ইয়েনি সাফাকের।   

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের এ পরমাণু কর্মসূচি মধ্যপ্রাচ্যের নিরাপত্তাব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলবে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক বলেন, ইরান যেভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তাতে আমরাও ইসরাইলের মতো উদ্বিগ্ন।

ইরানকে কখনই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না। আমরা দুদেশই ইরানের এ কর্মসূচি রুখতে যৌথভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাব।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম