Logo
Logo
×

আন্তর্জাতিক

তুরস্কে কী পরিমাণ ত্রাণ বিতরণ করা হলো?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৫ পিএম

তুরস্কে কী পরিমাণ ত্রাণ বিতরণ করা হলো?

তুরস্কের কাহরামানমারাস প্রদেশে আজারবাইজানের স্থাপন করা ফিল্ড হাসপাতাল। ছবি: ডেইলি সাবাহ

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী এই ভূমিকম্পে দেশটিতে লক্ষাধিক ভবন ধসে পড়েছে। প্রাণ হারিয়েছেন ৪৪ হাজারের বেশি মানুষ। অসংখ্য মানুষ আহত হয়েছেন।

ভূমিকম্পের পর থেকেই দেশটির সাহায্যে এগিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন দেশ। উদ্ধারকারী দলের পাশাপাশি ত্রাণ পাঠিয়েছে অনেক দেশ। এখনো বিশ্বের নানা প্রান্ত থেকে দেশটিতে ত্রাণ পাঠানো হচ্ছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু এক টুইটবার্তায় বলেছেন, দেশটির ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলগুলোতে ৩০টি ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছে বিশ্বের ২৮ দেশ।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে তুর্কি মিশনের সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে কমপক্ষে ১ লাখ ৩০ হাজারের বেশি তাঁবু, ১ হাজারের বেশি অস্থায়ী হাউজিং কনটেইনার, দেড় হাজারের বেশি মোবাইল টয়লেট এসে পৌঁছেছে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, এখন পর্যন্ত ১৬ লাখের বেশি কম্বল, ২ লাখ ২৬ হাজারের বেশি স্লিপিং ব্যাগ, প্রায় ৮৪ হাজার বেড, ২৯ হাজারের বেশি পাওয়ার জেনারেটর, ৬ হাজার টনের বেশি কাপড়, ৩ হাজার টনের বেশি স্বাস্থ্যকর মেডিকেল সরঞ্জামাদি এবং ৬ হাজার টনের বেশি খাদ্য বিতরণ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম