Logo
Logo
×

আন্তর্জাতিক

খাদ্য সংকট উত্তরণে কিমের জরুরি বৈঠক 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৩ পিএম

খাদ্য সংকট উত্তরণে কিমের জরুরি বৈঠক 

খাদ্য সংকট উত্তরণে কৃষির অগ্রগতি নিয়ে আলোচনা করতে গুরুত্বপূর্ণ দলীয় বৈঠক উদ্বোধন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে সোমবার এ খবর দিয়েছে এএফপি। 

আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন উত্তর কোরিয়ায় ভয়াবহ খাদ্য সংকট চলছে। এ ধরনের খবরের মধ্যেই রোববার বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। সাধারণত বছরে এক কি দুইবার এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু এবারকার বৈঠকটি দুই মাসের মধ্যেই অনুষ্ঠিত হলো। 

এর আগের বৈঠকেও কৃষির ওপর আলোকপাত করা হয়েছিল। স্বল্প সময় দুটি বৈঠক এবং তা কৃষি বিষয়ে হওয়াতে দেশটিতে ভয়াবহ খাদ্য ঘাটতি চলার জল্পনা আরও জোরদার হয়েছে। 

সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, রোববার অনুষ্ঠিত ক্ষমতাসীন দলের শীর্ষ কর্মকর্তাদের এ প্লেনারি বৈঠকের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। নতুন যুগে গ্রামীণ বিপ্লববিষয়ক কর্মসূচি, বিশ্লেষণ ও পর্যালোচনা এবং অবিলম্বে জরুরি কর্মসূচি বিষয়ে সিদ্ধান্তের আলোচনা হয় বৈঠকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম