Logo
Logo
×

আন্তর্জাতিক

তৃতীয় লিঙ্গের উপস্থাপিকার বাসভবনে বন্দুক হামলা 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৯ পিএম

তৃতীয় লিঙ্গের উপস্থাপিকার বাসভবনে বন্দুক হামলা 

পাকিস্তানের প্রথম তৃতীয় লিঙ্গের সংবাদ উপস্থাপিকা মারভিয়া মালিক হামলার শিকার হয়েছেন। সম্প্রতি লাহোরে নিজ বাসভবনের বাইরে বন্দুক হামলার কবলে পড়েন তিনি।  তবে এতে তার কোনো ক্ষতি হয়নি। 

রোববার দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডনের বরাত দিয়ে এ খবর দিয়েছে এনডিটিভি। 

বৃহস্পতিবার রাতে ফার্মেসি থেকে ফিরছিলেন মালিক। সে সময় বন্দুকধারী দুই ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছোড়ে। তবে সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান। পুলিশকে দেওয়া বিবৃতিতে মালিক দাবি করেন, তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের অধিকার আদায়ে সোচ্চার হয়েছেন তিনি। এজন্য অজ্ঞাত মোবাইল ফোন নাম্বার থেকে কল ও মেসেজে হত্যার হুমকি পেয়েছেন।

ডনের ভাষ্য অনুযায়ী, এই সংবাদ উপস্থাপিকা জানিয়েছেন, নিজের নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে বাসা ছেড়েছেন এবং লাহোরের বাইরে চলে গেছেন তিনি।  ২০১৮ সালে  বেসরকারি টিভি চ্যানেল কোহিনুর নিউজে সংবাদ উপস্থাপিকা হিসাবে আত্মপ্রকাশ করেন মালিক।

দেশটির ফ্যাশন ডিজাইন কাউন্সিল ফ্যাশন শোতে অংশ নেওয়া প্রথম তৃতীয় লিঙ্গের মডেল তিনি। এতে সর্বস্তরের মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপন করেন ২৬ বছর বয়সি ব্যক্তিত্ব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম