ইতালির পূর্ব উপকূলে নৌকাডুবিতে অন্তত ৪৩ অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৪০ জনকে। খবর দ্য গার্ডিয়ান ও রয়টার্সের।
দেশটির পূর্বাঞ্চলীয় ক্যালাব্রিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের ওই জাহাজটি ডুবে যায়। ইতালির গণমাধ্যম এএনএসএ বলছে, ক্রোটন প্রদেশের সমুদ্র তীরবর্তী স্টেকাতো ডি কুট্রোর রিসোর্টের আশপাশ থেকে অনেকগুলো মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কয়েকটি মরদেহ সমুদ্র তীরবর্তী এলাকায় ভাসছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের এক পোস্টে ইতালির ফায়ার সার্ভিস জানিয়েছে, জাহাজডুবিতে বেশ কয়েকজন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। সাঁতরিয়ে উপকূলে পৌঁছেছে ৪০ জন। ডুবে যাওয়া জাহাজটি এখন উপকূলের খুব কাছে রয়েছে।
ডুবে যাওয়া জাহাজটিতে নারী ও শিশুসহ শতাধিক অভিবাসন প্রত্যাশী ছিল বলে জানিয়েছে ইতালির বেশ কয়েকটি গণমাধ্যম। তারা বলছে, ইরান, পাকিস্তান ও আফগানিস্তানের অভিবাসন প্রত্যাশীরা জাহাজটিতে ছিল। বৈরী আবহাওয়ায় পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে এটি ডুবে যায়।
রয়টার্স বলছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকে অনেক অভিবাসনপ্রত্যাশী। আর ইতালির পূর্ব উপকূল তাদের অন্যতম ল্যান্ডিং পয়েন্ট। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্যমতে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরের রুট দিয়ে ইউরোপে প্রবেশকালে ২০ হাজার ৩৩৩ জন অভিবাসনপ্রত্যাশীর প্রাণ গেছে।