Logo
Logo
×

আন্তর্জাতিক

তুরস্কে ২০ হাজার মানুষকে প্রতিদিন খাওয়াচ্ছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৫ পিএম

তুরস্কে ২০ হাজার মানুষকে প্রতিদিন খাওয়াচ্ছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত কাহরামানমারাস প্রদেশে প্রতিদিন ২০ হাজারেরও বেশি মানুষকে রান্না করা খাবার খাওয়াচ্ছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন।

স্বেচ্ছাসেবী এ সংস্থার কর্মকর্তা ব্র্যাক ওয়াটারস এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আনাদোলুর।

ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ওই কর্মকর্তা বলেন, একটি সংস্থা হিসাবে আমরা সারাবিশ্বে সংকটের সময় পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তুরস্কে ভূমিকম্প হয়েছে শোনার সঙ্গে সঙ্গে আমরা বিমানে উঠি এবং অসহায় মানুষকে খাওয়ানো শুরু করার জন্য এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি।

ওয়াটারস বলেন, কাহরামানমারাসের এলবিস্তান জেলায় প্রতিদিন ২০ থেকে ৩০ হাজার লোকের জন্য খাবার তৈরি করি। 

তিনি জানান, তারা তিন থেকে চার মাস এলাকায় থাকার পরিকল্পনা করেছেন। তবে প্রয়োজনে আরও বেশি সময় থাকবেন।

তিনি আরও বলেন, অভাবী লোকদের সাহায্য করা তাদের জন্য একটি নৈতিক দায়িত্ব।

ওয়াটারস বলেন, জেলার অর্থনীতি পুনরুজ্জীবিত করার জন্য, তারা এলবিস্তানের বাসিন্দাদের কাছ থেকে স্থানীয় পণ্য কিনেছেন।

তুরস্কের আতিথেয়তার প্রশংসা করে তিনি বলেন, এ অঞ্চলের লোকেরা তাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করে।

গত ৬ ফেব্রুয়ারি দক্ষিণ তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে তুরস্কে ৪৪ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ৭.৮ ও ৭.৬ মাত্রার ভূমিকম্পে কাহরামানমারাসে কেন্দ্রীভূত হয়েছিল। এ ছাড়া ১০টি অন্যান্য প্রদেশে আঘাত করেছিল— আদানা, আদিয়ামান, দিয়ারবাকির, এলাজিগ, হাতায়, গাজিয়ানটেপ, কিলিস, মালটিয়া, ওসমানিয়ে ও সানলিউরফা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম