রমজানে ইসরাইলি খেজুর বয়কটের ডাক ইউরোপীয় মুসলিমদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০২ এএম
পবিত্র রমজানে ইসরাইলি খেজুর বয়কটের ডাক দিয়েছেন ইউরোপীয় মুসলিমদের সংগঠন ফ্রেন্ডস অব আল-আকসা (এফএও)।
ফিলিস্তিনিদের ওপর বর্বর নির্যাতন, বর্ণবাদী ও ধর্মবিদ্বেষী আচরণের প্রতিবাদে শনিবার এফএও এই ইসরাইলবিরোধী ডাক দেয়। খবর আরব নিউজের।
এ বয়কট কর্মসূচির ডাক দেওয়া যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম সংগঠন এফএওর কর্মী সামিউল জোয়ার্দার বলেন, ইহুদিবাদী ইসরাইলিরা যুগের পর যুগ ধরে ফিলিস্তিনিদের জমি জবরদখল করে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করছে।
তাদের খাদ্যপণ্য কিনে আমরা ফিলিস্তিনি ভাইদের প্রতি অবিচার করছি। ইসরাইলি খেজুরের ৫০ শতাংশ রপ্তানি হয় ইউরোপের যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ফ্রান্স, স্পেন ও ইতালিতে।
ইউরোপের বিলাসবহুল শপিংমলগুলোতে ইসরাইলি এসব খেজুর বিক্রি হয়। ২০২০ সালে কেবল যুক্তরাষ্ট্রই ইসরাইল থেকে তিন হাজার টন খেজুর আমদানি করেছে। যার মূল্য সাড়ে ৭ মিলিয়ন পাউন্ড (৮.৯ মার্কিন ডলার)।