মলদোভাকে অস্থিতিশীল করবেন না: জেলেনস্কি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৩ এএম
প্রতিবেশী মলদোভাকে রাশিয়া যাতে অস্থিতিশীল করতে না পারে এ জন্য মিত্র দেশগুলোকে অস্ত্র সরবরাহ করতে বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
একইসঙ্গে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছেন তিনি। খবর সিএনএনের।
রাশিয়া শুক্রবার মলদোভাকে ইঙ্গিত করে জানিয়েছে, দক্ষিণ সীমান্ত দিয়ে একটি দেশ মস্কোয় হামলা করার উসকানি দিচ্ছে।
ইউক্রেনে সামরিক অভিযান চালানোর বর্ষপূর্তির দিনে রাশিয়ার এ বক্তব্যের পর জেলেনস্কি এ মন্তব্য করেন।
জেলেনস্কি বলেন, রাশিয়া মলদোভায় একটি হাইব্রিড ও তথ্যযুদ্ধ চালাচ্ছে। ইউক্রেনে সুবিধা করতে না পেরে রাশিয়া এখন দুর্বল মলদোভার দিকে দৃষ্টি দিয়েছে।