Logo
Logo
×

আন্তর্জাতিক

শিগগিরই ড্রোনবাহী জাহাজ সামনে আনবে ইরান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১১ এএম

শিগগিরই ড্রোনবাহী জাহাজ সামনে আনবে ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ-বিভাগের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাঙ্গসিরি বলেছেন, খুব শিগগিরই ড্রোনবাহী জাহাজ উন্মোচন করা হবে।

ড্রোনবাহী এই জাহাজের নাম দেওয়া হয়েছে 'শহিদ বাহমান বাকেরি'। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। খবর প্রেসটিভির।

এছাড়া শহিদ সোলাইমানি-২ নামের একটি জাহাজের নির্মাণ কাজও শেষ হয়েছে বলে জানিয়েছেন এই কমান্ডার।

তাঙ্গসিরি নতুন জাহাজগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, এসব জাহাজ রাডার ফাঁকি দিতে সক্ষম এবং এসব জাহাজে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র বসানো হবে।

তিনি বলেন, পারস্য উপসাগর থেকে বিমানবাহী রণতরী সরিয়ে নিয়েছে আমেরিকা।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম