পোল্যান্ডের সীমানা দখল নিয়ে যা বললেন সাবেক রুশ প্রেসিডেন্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২১ পিএম
শত্রুর কবল থেকে রাশিয়ার ভূখণ্ড যে কোনো মূল্যে দ্রুত ছিনিয়ে আনবে রাশিয়ার সেনাবাহিনী। এমন কথা জানিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট ও ইউক্রেনের জাতীয় নিরাপত্তা কমিটির উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। খবর সিএনএনের।
মেদভেদেভ বলেন, যত দ্রুত সম্ভব প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে রাশিয়ার ভূখণ্ড ছিনিয়ে নিতে হবে।
শুক্রবার এক টেলিগ্রাম পোস্টে মেদভেদেভ আরও বলেন, বিশেষ সামরিক অভিযানের সব উদ্দেশ্য দ্রুত পূরণ করতে হবে আমাদের (রাশিয়ার)। যেসব সীমানা আমাদের জন্য হুমকি সেসব সীমানা শীঘ্রই দখলে নিতে হবে। এমনকি তা পোল্যান্ডের সীমানা হলেও।
এর আগে মেদভেদেভ বলেন, ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে অবশ্যই রাশিয়া জিতবে। আর এ বিজয় সন্নিকটে। অচিরেই আমরা আমাদের ভূখণ্ড ফিরে পাব এবং রুশ জনগণকে রক্ষা করতে পারব।