Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে অর্থনৈতিক ক্ষতি নিরূপণ করছেন জি-২০ নেতারা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৮ পিএম

ইউক্রেন যুদ্ধে অর্থনৈতিক ক্ষতি নিরূপণ করছেন জি-২০ নেতারা

ইউক্রেন যুদ্ধে গত এক বছরে বিশ্ব অর্থনীতির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণ করছেন জি-২০ নেতারা।

এ ব্যাপারে ইউক্রেনে রুশ হামলার বর্ষপূতির দিনে জি-২০ নেতারা শুক্রবার বৈঠকে বসছেন। খবর এনডিটিভির।

ভারতের ব্যাঙ্গালুর উপকণ্ঠে জি-২০ দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা এ বৈঠকে বসছেন।

এর আগে গত বছরের অক্টোবরে জি-২০ জোটের বৈঠক হয়। এতে বলা হয়, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি এবং খাদ্যপণ্যের মূল্য লাগামহীনভাবে বেড়ে চলছে।

মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলিন বৃহস্পতিবার বলেছেন, গত কয়েক মাস আগেও বিশ্ব অর্থনীতির অবস্থা ভয়াবহ আকার ধারণ করবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু বর্তমানে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, যা ধারণা করা হচ্ছিল, তারচেয়ে বেশ ভালো আছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম