এবার পুতিনের শক্তি যোগানদাতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে জি৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৮ পিএম
ইউক্রেন যুদ্ধ শুরু করায় মস্কোর ওপর নিষেধাজ্ঞা যারা অস্বীকার করেছিল এবং রাশিয়ার পণ্য ব্যবহার করে নেপথ্য শক্তি জুগিয়েছে, তাদের নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসবে বিশ্বের মূল অর্থনীতির দেশগুলোর সংগঠন গ্রুপ অব সেভেন(জি৭)। বৃহস্পতিবার মার্কিন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জেক সুলিভান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মার্কিন এ উপদেষ্টা আরও বলেন, এ নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়বে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ধাক্কা কাটিয়ে উঠার জন্য প্রাণপণ চেষ্টা চালাবেন।
তিনি আরও বলেন, যুদ্ধে চালিয়ে যেতে ইউক্রেনের কী প্রয়োজন তা পর্যবেক্ষণ করছি, পাশাপাশি সেটি নিশ্চিত করার চেষ্টা করছি। রাশিয়ার বিপক্ষে এ যুদ্ধে সফল হওয়ার জন্য যা প্রয়োজন, তা প্রদান করার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় ইউক্রেনকে দুই বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়া হবে।
তথ্যসূত্র: রয়টার্স।