Logo
Logo
×

আন্তর্জাতিক

‘পুতিন এত তাড়াতাড়ি থামবেন না’ 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৫ পিএম

‘পুতিন এত তাড়াতাড়ি থামবেন না’ 

‘ইউক্রেন যুদ্ধ আরও এক বছর চলবে। পুতিন এত তাড়াতাড়ি থামবেন না’— এমন দাবি যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের। খবর দ্য গার্ডিয়ানের।  

বেন ওয়ালেস বলেন, ‘পুতিনের আগ্রাসনের কারণে ইউক্রেন ও রাশিয়ার অগণিত সেনা মারা যাচ্ছে। তবে এ ব্যাপারে পরোয়া নেই পুতিনের। যুদ্ধের এই ১২ মাসে এ পর্যন্ত রাশিয়ার ১ লাখ ৮৮ হাজার সেনার মৃত্যু হয়েছে। শুধু ইউক্রেন নয়, নিজে দেশের সেনাদের জীবন নিয়েও পুতিনের কোনো মাথাব্যথা নেই।’

নিজের লোকবল মারা যাওয়ার পরও যিনি মাথা ঘামান না তিনি এত তাড়াতাড়ি থামবেন বলে মনে হয় না- বলেন বেন ওয়ালেস। 
ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হচ্ছে শুক্রবার। এখনো যুদ্ধ থামার কোনো ইঙ্গিত নেই। এদিকে সোমবার কিয়েভে সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘ইউক্রেনে কখনো বিজয় অর্জন করতে পারবে না রাশিয়া।’ 

বাইডেনের সফরের একদিন পরই জাতির উদ্দেশে এক ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই ভাষণে ইউক্রেন যুদ্ধ দীর্ঘ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম