Logo
Logo
×

আন্তর্জাতিক

বাইডেনের পর এবার ইউক্রেনে আকস্মিক সফরে স্পেনের প্রধানমন্ত্রী  

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০১ পিএম

বাইডেনের পর এবার ইউক্রেনে আকস্মিক সফরে স্পেনের প্রধানমন্ত্রী  

সোমবার ইউক্রেন সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার সফরের দুদিনের মাথায় দেশটিতে আকস্মিক সফরে গেলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। খবর এএফপির।

ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হচ্ছে শুক্রবার। এর আগমুহূর্তে দেশটির প্রতি সমর্থন জানাতেই এ সফর করলেন স্পেনের প্রধানমন্ত্রী।  
 
ট্রেন থেকে দেশটির রাজধানী কিয়েভে নামার একটি ভিডিওসহ সানচেজ স্প্যানিশ ও ইউক্রেনীয় ভাষায় টুইট করেছেন। এতে তিনি লিখেছেন- ‘যুদ্ধ শুরুর এক বছর পর আজ কিয়েভে এসেছি।’
তিনি টুইটার বার্তায় আরও বলেন- ‘ইউরোপে শান্তি ফিরে না আসা পর্যন্ত আমরা ইউক্রেন এবং এর জনগণের পাশে থাকব।’

প্রসঙ্গত, গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে রাশিয়া। সেপ্টেম্বরে দেশটির ১৫ শতাংশ ভূখণ্ড গণভোটের মাধ্যমে নিজেদের দখলে নিয়ে নেয়।
 
ওই ভূখণ্ড ফিরে পেতে লড়াই করছেন ইউক্রেনের সেনারা। আর সব ধরনের সহায়তা করে যাচ্ছে পশ্চিমারা। যুদ্ধের এক বছর পূর্ণ হলেও এখনো থামার কোনো ইঙ্গিত নেই।

এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর দাবি- এ যুদ্ধ আরও এক বছর চলবে। 
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম