Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনে ৬টি লেপার্ড ট্যাংক পাঠাচ্ছে স্পেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪১ এএম

ইউক্রেনে ৬টি লেপার্ড ট্যাংক পাঠাচ্ছে স্পেন

ইউক্রেনে অত্যাধুনিক ছয়টি লেপার্ড ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে স্পেন। বুধবার স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস স্পেনের পার্লামেন্টে এ ঘোষণা দেন।  খবরটি সিএনএনের।

প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র ও জার্মানি যেভাবে বিভিন্ন ধরণের ট্যাংক পাঠিয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে, তারই অংশ হিসেবে স্পেনও দেশটির পাশে দাঁড়াচ্ছে। ট্যাংকের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। ট্যাংকগুলি পাঠানোর  লক্ষ্যে মেরামত করা হচ্ছে।  

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে ৮শ’ ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দিয়েছে স্পেন। সেখানে মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি অস্ত্র ব্যবহার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। বিশেষ করে লেপার্ড ট্যাংকেরও প্রশিক্ষণ দেওয়া হয়।  

প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি কিয়েভে হামলা চালায় রাশিয়া। এক বছরেও যুদ্ধ শেষ হয়নি। বছরপূর্তি সামনে রেখে ইউক্রেনে রাশিয়ার বড় হামলার আশঙ্কা করা হচ্ছে।  

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম