Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনের প্রশংসায় পঞ্চমুখ পুতিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩ এএম

চীনের প্রশংসায় পঞ্চমুখ পুতিন

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের বর্ষপূর্তির আগে চীনের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের বেশ প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে বুধবার রুশ প্রেসিডেন্ট বলেছেন, মস্কো ও বেইজিং নতুন মাইলফলকে পৌঁছে যাচ্ছে।খবর সিএনএনের।

ক্রেমলিনে ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে পুতিন বলেছেন, পরিকল্পনা মাফিক রাশিয়া ও চীনের সম্পর্ক এগিয়ে যাচ্ছে। সব কিছুই এগোচ্ছে এবং আমরা নতুন মাইলফলক পৌঁছে যাচ্ছি।

পুতিন আরও বলেছেন, বর্তমান আন্তর্জাতিক সম্পর্ক খুব জটিল।পরিস্থিতি আরও কঠিন হয়েছে।

বাণিজ্যের বিষয়ে পুতিন বলেছেন, আন্তর্জাতিক পর্যায়ে রাশিয়া ও চীনের সহযোগিতা বিশ্ব পরিস্থিতি স্থিতিশীল করতে খুব গুরুত্বপূর্ণ।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর নিবিড়ভাবে পর্যালোচনা করছে পশ্চিমারা। আশঙ্কা করা হচ্ছে, দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক ইউক্রেন যুদ্ধকে প্রভাবিত করতে পারে।

যদিও ইউক্রেনে রুশ অভিযানের ঘটনায় চীন নিজেকে নিরপেক্ষ বলে দাবি করে আসছে। কিন্তু তারা মস্কোর নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে। এছাড়া যুদ্ধের জন্য ন্যাটোকে দায়ী করে রাশিয়া যে অবস্থান নিয়েছে সেটি তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী পুতিনকে বলেছেন, নতুন আন্তর্জাতিক পারিপার্শ্বিকতায় রাশিয়া ও চীনকে আরও নমনীয় করতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম