জীবনের বাকিটা সময় ধর্মকর্ম করে কাটাতে চান জিমি কার্টার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৩ এএম
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার হাসপাতালের পরিবর্তে জীবনের বাকিটা সময় বাড়িতে পরিবারের সঙ্গে এবং ধর্মকর্ম করে কাটাতে চান।
শনিবার সাংবাদিকদের প্রশ্নোত্তরে এমন ইচ্ছা পোষণ করেছেন নোবেলজয়ী এ প্রেসিডেন্ট।
জানা গেছে, মার্কিন ইতিহাসে হোয়াইট হাউস ছাড়ার পর অন্য রাষ্ট্রপতির চেয়ে বেশি দিন বেঁচে আছেন ৯৮ বছর বয়সি এ প্রেসিডেন্ট। তিনি ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন ডেমোক্র্যাটিক দলের এ নেতা।
এদিকে প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে পরিবার ও চিকিৎসকরা পূর্ণ সমর্থন দিয়েছেন। তবে বিষয়টি কাউকে না জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ক্যাম্প ডেভিড চুক্তিতে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন এ প্রেসিডেন্ট। এর ফলে মিশর-ইসরাইলের মধ্যে শান্তি স্থাপন হয়।
১৯৮০ সালে হলিউড অভিনেতা এবং ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর ও রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী রোনাল্ড রিগ্যানের কাছে বিপুল ভোটে হেরে যান।
সূত্র: রয়টার্স