Logo
Logo
×

আন্তর্জাতিক

জীবনের বাকিটা সময় ধর্মকর্ম করে কাটাতে চান জিমি কার্টার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৩ এএম

জীবনের বাকিটা সময় ধর্মকর্ম করে কাটাতে চান জিমি কার্টার

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার হাসপাতালের পরিবর্তে জীবনের বাকিটা সময় বাড়িতে পরিবারের সঙ্গে এবং ধর্মকর্ম করে কাটাতে চান।

শনিবার সাংবাদিকদের প্রশ্নোত্তরে এমন ইচ্ছা পোষণ করেছেন নোবেলজয়ী এ প্রেসিডেন্ট।

জানা গেছে, মার্কিন ইতিহাসে হোয়াইট হাউস ছাড়ার পর অন্য রাষ্ট্রপতির চেয়ে বেশি দিন বেঁচে আছেন ৯৮ বছর বয়সি এ প্রেসিডেন্ট। তিনি ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন ডেমোক্র্যাটিক দলের এ নেতা।  
এদিকে প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে পরিবার ও চিকিৎসকরা পূর্ণ সমর্থন দিয়েছেন। তবে বিষয়টি কাউকে না জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ক্যাম্প ডেভিড চুক্তিতে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন এ প্রেসিডেন্ট। এর ফলে মিশর-ইসরাইলের মধ্যে শান্তি স্থাপন হয়।

১৯৮০ সালে হলিউড অভিনেতা এবং ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর ও রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী রোনাল্ড রিগ্যানের কাছে বিপুল ভোটে হেরে যান।
সূত্র: রয়টার্স

 

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম