Logo
Logo
×

আন্তর্জাতিক

বিমানে ভারতে এলো ১২ চিতাবাঘ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৯ পিএম

বিমানে ভারতে এলো ১২ চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ থেকে আরও ১২টি চিতাবাঘ ভারতে আনা হয়েছে। শনিবার সকালে গোয়ালিয়রের বিমানঘাঁটিতে চিতাগুলিকে নামানো হয়েছে। পরে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে সংরক্ষিত খাঁচায় উন্মুক্ত করে দেওয়া হয়।

এদিকে কয়েক মাস আগেই নামিবিয়া থেকে ৮টি চিতা আনা হয়েছিল। একই উদ্যানে তাদের খাঁচায় উন্মুক্ত করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৫ মাসের পর আবার চিতা নিয়ে এলো ভারত সরকার।

দ্বিতীয় দফার এই ১২টি চিতাকে ভারতীয় বিমানবাহিনীর আইএএফ সি-১৭-এ বিমানযোগে নিয়ে আসা হয়। পরে চিতাগুলিকে উদ্যানে সংরক্ষিত এলাকায় খাঁচামুক্ত করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এবং কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব।

চল্লিশের দশকে ভারতের বনভূমি থেকে বিলুপ্ত হয়ে গেছে চিতা।তাদের ফিরিয়ে আনার উদ্দেশে আফ্রিকা থেকে দফায় দফায় চিতা নিয়ে আসা হচ্ছে।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ১০০টি চিতা আনার চুক্তি করেছে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রণালয়। আগামী কয়েক বছর ধরে ধাপে ধাপে বাকি চিতাগুলিকে বিমানযোগে নিয়ে আনা হবে।

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম