Logo
Logo
×

আন্তর্জাতিক

ঘানার ফুটবলার আতসুর লাশ উদ্ধার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৫ পিএম

ঘানার ফুটবলার আতসুর লাশ উদ্ধার

ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু। ছবি: সংগৃহীত

তুরস্কে  আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহত হয়েছেন ঘানার ফুটবলার  ক্রিশ্চিয়ান আতসু। তার লাশ উদ্ধার করা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি ভূমিকম্প আঘাত হানার একদিন পর তাকে উদ্ধার করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছিল। পরে তা মিথ্যা প্রমাণিত হয়।

আতসু সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে তুর্কি সুপার লিগের দল হাতায়স্পোরের সঙ্গে চুক্তিবদ্ধ হন। ক্লাবটির পক্ষ থেকে শনিবার তার লাশ উদ্ধারের বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

তুর্কি সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানিয়েছে, ৩১ বছর বয়সি আতসু ২০১৭ সালে নিউক্যাসলে চলে আসার আগে চেলসিতে চারটি মৌসুম কাটান। এর পর সেপ্টেম্বরে তুর্কি ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হন এই মিডফিল্ডার।

খবরে বলা হয়েছে, তুরস্কে আতসুর ম্যানেজার মুরাত উজুনমেহমেত শনিবার ডিএইচএ নিউজ এজেন্সিকে বলেছেন, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাতায়ে ধ্বংসস্তূপের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা তার লাশ পেয়েছি। তার জিনিসপত্রগুলো স্থানান্তর করা হচ্ছে। তার ফোনও পাওয়া গেছে।’

এর আগে গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে দুই দেশ মিলে ৪৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত আছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম