Logo
Logo
×

আন্তর্জাতিক

লুহানস্কে প্রতিদিন দুই শতাধিক সেনা হারাচ্ছে ইউক্রেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৪ পিএম

লুহানস্কে প্রতিদিন দুই শতাধিক সেনা হারাচ্ছে ইউক্রেন

ছবি: সংগৃহীত

ক্রেমেনায়া শহরের কাছে ইউক্রেনীয় বাহিনী প্রতিদিন অন্তত ২০০ জন করে সদস্য হারাচ্ছেন বলে জানিয়েছেন লুহানস্ক পিপলস মিলিশিয়ার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আন্দ্রে মারোচকো।

শুক্রবার লুহানস্ক পিপলস মিলিশিয়ার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এ তথ্য জানিয়েছেন। খবর তাসের।

তিনি বলেন, প্রতিদিন শত্রুরা ক্রেমেনায়ার কাছে একটি ব্যাটালিয়ন পর্যন্ত অতিরিক্ত বাহিনী সরাতে বাধ্য হয়, কারণ প্রাথমিক অনুমান অনুযায়ী এই এলাকায় প্রায় ২০০ জন সেনা নিহত হন।

মারোচকো উল্লেখ করেছেন, ক্রেমেনায়ার কাছে ইউক্রেনীয় ক্ষতি ‘আর্টিওমভস্কের (বাখমুত) সঙ্গে কার্যত তুলনীয়’। 

সম্প্রতি দোনবাস ও খেরসনে রাশিয়ার হামলা ব্যর্থ হয়েছে। গত সেপ্টেম্বরে দখলকৃত চার প্রদেশে ইউক্রেনের হামলায় অনেক মানুষ হতাহত ও অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এদিকে রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে। সম্প্রতি জ্বালানির দাম বৃদ্ধি করেছে মস্কো। এতে বোঝা যায় যুদ্ধে পরাজয়ের সন্নিকটে অবস্থান করছে রাশিয়া। 

এছাড়াও ইউক্রেনে পর্যাপ্ত গোলাবারুদ আর অস্ত্র সরবরাহ করছে মিত্র দেশগুলো; যা দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে জেলেনস্কি বাহিনী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম