বাখমুতের পর এবার লুহানস্কে তুমুল আক্রমণ চালাচ্ছে রাশিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
ইউক্রেনের বাখমুতের পর এবার লুহানস্ক অঞ্চলে তুমুল আক্রমণ চালাচ্ছে রুশ বাহিনী বলে অভিযোগ করেছেন ওই অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই।
শুক্রবার ইউক্রেনীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর আলজাজিরার।
তিনি বলেন, আজ ইউক্রেনের জন্য সব দিক থেকে কঠিন, কারণ রুশ বাহিনীর আক্রমণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গোলাবর্ষণও অনেক বেড়েছে, এমনকি বিমান বাহিনীর আক্রমণও।
ক্রেমিনা শহরের কাছে যুদ্ধের বিষয়ে তিনি বলেন, রুশ বাহিনী আমাদের প্রতিরক্ষা লাইন ভেদ করার জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে।
এর আগে ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত বাখমুত শহরে রাশিয়ার হামলায় ইউক্রেনের পাঁচজন নিহত হয়েছেন। এ হামলায় আরও ৯ জন আহত হয়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের বেশ কয়েকটি ভবন।
রাশিয়ার গোলাবর্ষণের কারণে ইউক্রেনের বাখমুত ছাড়তে নির্দেশ দিয়েছেন দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশ্চুক।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে ইউক্রেনের বাখমুত শহর দখলের জন্য অদম্য লড়াই করছে রাশিয়া। তবে ইউক্রেন কোনোভাবেই এটি রাশিয়ার কবলে ছেড়ে দিতে নারাজ।