Logo
Logo
×

আন্তর্জাতিক

ইতালির সিনেটে উইঘুর নেতার বইয়ের মোড়ক উন্মোচন 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪০ পিএম

ইতালির সিনেটে উইঘুর নেতার বইয়ের মোড়ক উন্মোচন 

ইতালির সিনেটে ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসের প্রেসিডেন্ট দোলকুন ইসার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। 'লা ত্রাপোলা চাইনিজ' নামের ওই বইয়ে চাইনিজ কমিউনিস্ট পার্টির (সিসিপি) ভয়াবহতা তুলে ধরা হয়েছে। উইঘুর মুসলিমদের জন্য জীবনভর করা সংগ্রামের কাহিনী বর্ণনা করেছে দোলকুন ইসা। খবর এএনআইয়ের। 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালির সিনেটর গুলিও তারজি, মারকো পানেলাসহ অনেকে। এছাড়াও ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব জিয়ান্নি ভারনাত্তি। 

ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসের প্রেসিডেন্ট দোলকুন ইসা ২০০৬ সাল থেকে একজন জার্মান নাগরিক। সংগঠনটির অন্যতম লক্ষ্য-গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীনতার মাধ্যমে অসহিংস উপায়ে জিনজিয়াংয়ে উইঘুরদের অধিকার প্রতিষ্ঠা করা।

চীনের সংবিধানে সব নাগরিকের সমান অধিকারের কথা বলা হলেও, উইঘুররা সমান সুযোগ সুবিধা ভোগ করা থেকে বঞ্চিত। অন্যদিকে অবিরতভাবে বাকস্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, অত্যাচার, গ্রেফতার, গুম ও খুনের শিকার হচ্ছে উইঘুর মুসলিমরা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম