Logo
Logo
×

আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে আজ বেলারুশ প্রেসিডেন্টের বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৫ এএম

পুতিনের সঙ্গে আজ বেলারুশ প্রেসিডেন্টের বৈঠক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ শুক্রবার বৈঠক করতে মস্কো যাচ্ছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকু।

তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হবে তা জানানো হয়নি। ধারনা করা হচ্ছে ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি নিয়ে আলাপ করতেই তার এই মস্কো সফর।

এদিকে, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকু বলেছেন, আমার দেশ আক্রান্ত হলেই কেবল ইউক্রেন যুদ্ধে আমরা জড়াব।

তার আগে আমরা এ যুদ্ধে কোনোভাবেই জড়াব না। আমরা অত্যন্ত শান্তিপ্রিয় একটি জাতি। খবর সিএনএনের।

রাশিয়ার ঘনিষ্ট মিত্র হিসেবে পরিচিত বেলারুশ ইউক্রেন যুদ্ধে তার ভূমি ব্যবহার মস্কোকে ব্যবহার করতে দেবে বলে আশঙ্কা করছে কিয়েভ।

ইউক্রেনের এ আশঙ্কা দূর করতেই বেলারুশের প্রেসিডেন্ট বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন।
 
বেলারুশের রাজধানী মিনস্কে বৃহস্পতিবার সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকু ।

তিনি বলেন, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের সেনাবাহিনীকে ইউক্রেন সীমান্তে পাঠাব না, যতক্ষণ না পর্যন্ত আমার দেশের ওপর হামলা আসবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম