ইউক্রেনের পক্ষ নিতে অস্ট্রিয়াকে পশ্চিমাদের চাপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৭ পিএম
ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করছে অস্ট্রিয়া। তবে এখন দেশটিকে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে চাপ দিচ্ছে পশ্চিমা ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। খবর এপির।
সম্প্রতি অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত হতে যাওয়া অরগেনাইজেশন ফর সিকিউরিটি এন্ড কোঅপারেশন ইন ইউরোপের বৈঠকে অংশ নেওয়ার জন্য রাশিয়ার আইনপ্রণেতাদের ভিসা দিয়েছে অস্ট্রিয়া। অথচ সেসব আইনপ্রণেতাদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে ইইউর। আর এতেই বেঁধেছে বিপত্তি। ইতোমধ্যেই সমালোচনা মুখে পড়েছে অস্ট্রিয়া।
ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার সমালোচনা করে আসছে অস্ট্রিয়ার সরকার। তবে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ধরে রাখার ব্যাপারেও সচেতন দেশটি।
আগামী ২৩-২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া অরগেনাইজেশন ফর সিকিউরিটি এন্ড কোঅপারেশন ইন ইউরোপ এর বৈঠকে প্রতিনিধি পাঠানোর কথা ভাবছে মস্কো। যাদের মধ্যে ইইউর নিষেধাজ্ঞাকৃত ১৫ জন আইনপ্রণেতাও থাকবেন।
এদিকে ওই বৈঠকে যেন রাশিয়ার প্রতিনিধিরা অংশ না নেন, এ দাবিতে তাদের ভিসা বাতিল করার জন্য অস্ট্রিয়ার কাছে চিঠি পাঠিয়েছে ইউক্রেন, কানাডা, যুক্তরাজ্যসহ ২০ দেশের মোট ৮১ প্রতিনিধি।
প্রতি বছর জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনের বৈঠক অনুষ্ঠিত হয় অস্ট্রিয়ায়।
প্রসঙ্গত, প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন বিষয় আলোচনার জন্য ঠাণ্ডা যুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয় অরগেনাইজেশন ফর সিকিউরিটি এন্ড কোঅপারেশন ইন ইউরোপ। বর্তমানে এর ৫৭ সদস্য রাষ্ট্রের মধ্যে রাশিয়াও একটি। এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকার মোট ৫৭টি দেশ এর সদস্য। যার মধ্যে রাশিয়াও একটি।