Logo
Logo
×

আন্তর্জাতিক

আবারও ‘রহস্যজনক বস্তু’ ভূপাতিত করল মার্কিন যুদ্ধবিমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৬ এএম

আবারও ‘রহস্যজনক বস্তু’ ভূপাতিত করল মার্কিন যুদ্ধবিমান

মার্কিন যুদ্ধবিমান কানাডার সীমান্তের কাছে লেক হুরোনের ওপর আরও একটি ‘রহস্যজনক বস্তু’ ভূপাতিত করেছে মার্কিন যুদ্ধবিমান।

এ নিয়ে চলতি মাসে চারটি ‘রহস্যজনক বস্তু’ গুলি করে ভূপাতিত করল যুক্তরাষ্ট্র। খবর বিবিসি ও রয়টার্সের।

স্থানীয় সময় রোববার (১২ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বিষয়টি নিশ্চিত করেছে।

‘রহস্যজনক বস্তু’ দেখামাত্রই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার সীমান্তের কাছে হুরোন লেকের কাছে এটিকে নামানোর নির্দেশ দেন।

পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, বস্তুটি বাণিজ্যিক বিমান চলাচলের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। কারণ এটি ২০ হাজার ফুট উচ্চতা দিয়ে যাচ্ছিল।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রেইডার জানান, ধ্বংস করার সময় আট কোণবিশিষ্ট বস্তুটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার ১০০ মিটার বা প্রায় ২০ হাজার ফুট উঁচুতে উড়ছিল।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা রাডারের সাহায্যে নিয়মিত তাদের আকাশসীমা পর্যবেক্ষণ করে যাচ্ছে। অজ্ঞাত উড়ন্ত কোনো বস্তু দেখামাত্র গুলি করে নামানো হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম