Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনকে ইইউর সদস্য করতে জেলেনস্কির আবেগঘন ভাষণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০০ এএম

ইউক্রেনকে ইইউর সদস্য করতে জেলেনস্কির আবেগঘন ভাষণ

ইউক্রেনকে দ্রুত ইইউর সদস্য করতে আবেগঘন ভাষণ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৃহস্পতিবার তিনি ইইউর ২৭ দেশের নেতাদের সম্মেলনে এ মন্তব্য করেছেন। খবর আল জাজিরা, আরব নিউজ ও সিএনএনের।

ইউরোপীয় ইউনিয়নের নেতাদের তিনি বলেছেন, মুক্ত ইউক্রেন ছাড়া ‘মুক্ত ইউরোপ’ ভাবা যায় না। ইউক্রেনে রুশ আগ্রাসনের বর্ষপূর্তির আগে ব্রাসেলসে মিলিত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।

সম্মেলনে দেওয়া ভাষণে রুশবিরোধী যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

জেলেনস্কি বলেন, নিরাপত্তার জন্য ইউরোপের ঐক্য হলো মৌলিক বিষয়। মুক্ত ইউক্রেন ছাড়া একটি মুক্ত ইউরোপ ভাবা যায় না।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন একই মূল্যবোধ ধারণ করে। কিন্তু এই মূল্যবোধ ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে রুশ আগ্রাসনের কারণে।

তিনি বলেন, এ মুহূর্তে আমাদের ঐক্য, আমাদের স্বাধীনতার একটি জিনিস প্রয়োজন। একটি জিনিস ছাড়া সব কিছু ঠুনকো হয়ে যাবে। আর তা হলো নিরাপত্তা।

তিনি বলেন, আমরা সবাই মস্কোর শাসকদের বিরুদ্ধে ইউরোপকে রক্ষা করছি। রাশিয়া চায় ইউরোপের স্বাধীনতা ধ্বংস করতে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম