Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনের সমালোচনা করায় বরখাস্ত হলেন সলোমন দ্বীপপুঞ্জের প্রাদেশিকপ্রধান: এবিসি 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৮ পিএম

চীনের সমালোচনা করায় বরখাস্ত হলেন সলোমন দ্বীপপুঞ্জের প্রাদেশিকপ্রধান: এবিসি 

চীনের সমালোচনা করায় অনাস্থা ভোটের মাধ্যমে সরিয়ে দেওয়া হলো সলোমন দ্বীপপুঞ্জের সবচেয়ে জনবহুল প্রদেশ মালাইতার প্রধানকে। মঙ্গলবার মালাইতার প্রাদেশিক পরিষদ থেকে সর্বসম্মতিক্রমে সুইদানিকে ক্ষমতাচ্যুত করা হয়। অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এবিসি এ খবর দিয়েছে। 

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এ দেশটির মালাইতা প্রদেশের সরকারপ্রধান ড্যানিয়েল সুইদানি চীনের সঙ্গে দেশটির গভীর সম্পর্কের দীর্ঘদিনের সমালোচক। তিনি এ প্রদেশে চীনা সংস্থাগুলোকে নিষিদ্ধ করেছেন এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নয়ন সহায়তাও নিয়েছেন।  
 
এদিকে সুইদানিকে বরখাস্ত করার খবরে রাস্তায় নামেন শত শত বিক্ষোভকারী। পরে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়। তাদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

তবে এ বিক্ষোভে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় মালাইতার রাজধানী আউকিতে বেশ কয়েকটি ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে।

২০১৯ সালে তাইওয়ানের পরিবর্তে চীনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী মানসেহ সোগাভার। তবে এর বিরোধিতা করেন দেশটির অনেক সাধারণ মানুষ।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম