ঘানার ফুটবলার আতসু ‘নিখোঁজ’ হওয়া নিয়ে ধোঁয়াশা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৮ পিএম
ক্রিশ্চিয়ান আতসু। ফাইল ছবি
ঘানার উইঙ্গার ক্রিশ্চিয়ান আতসু আবারো নিখোঁজ হয়েছেন। তার ক্লাব নিখোঁজের বিষয়টি জানিয়েছে। যদিও আগে তাকে একবার উদ্ধার করা হয়েছে- এমন খবর প্রকাশ পায়।
তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে মঙ্গলবার ৩১ বছর বয়সি আতসুকে জীবিত বের করা হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।
তবে বুধবার হাতায়সপোর কোচ ভলকান ডেমিরেল বলেছেন, আতসুর অনুসন্ধান এখনো চলছে। বার্তা সংস্থা রয়টার্সকে ডেমিরেল বলেছেন, ‘আতসু কোথায় আছেন; এ বিষয়ে এখনো কোনো তথ্য নেই। এটা এমন নয় যে, তাকে টেনে বের করা হয়েছে বা অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে।’
মঙ্গলবার তুরস্কের গণমাধ্যমকে ক্লাবের সহ-সভাপতি মুস্তাফা ওজাত বলেছেন, ‘আতসুকে উদ্ধার করা হয়েছে এবং ক্লাবের ক্রীড়া পরিচালক তানের সাভুত এখনো ধ্বংসস্তূপের নিচে রয়েছেন।’
বুধবার তুরস্কের গণমাধ্যমকে হাতায়সপোরের ডাক্তার গুরবে কাহভেচি জানান, তারা আতসু বা সাভুতকে শনাক্ত করতে পারেনি। তিনি আরও বলেন, আতসুকে উদ্ধারের পর ডর্টিওল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এমন খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাকে দেখতে পাইনি।
আতসুর এজেন্ট গেনোর ফ্রাসসিওন জানান, আতসুর নিখোঁজ নিয়ে তিনি চিন্তিত। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘কোন মেডিকেল সেন্টারে থাকতে পারে তা খুঁজে বের করার চেষ্টা করছেন সবাই।’