Logo
Logo
×

আন্তর্জাতিক

সেনা প্রশিক্ষণ পরিদর্শনে ব্রিটেনে জেলেনস্কি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৬ পিএম

সেনা প্রশিক্ষণ পরিদর্শনে ব্রিটেনে জেলেনস্কি

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার ব্রিটেনের রাজধানী লন্ডনে পৌঁছেছেন। তিনি দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করবেন। রাশিয়া গত বছর ইউক্রেন আক্রমণ করার পর এটা তার দ্বিতীয় বিদেশ সফর। খবর টাইম অব ইন্ডিয়া ও এনডিটিভির।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জেলেনস্কি ব্রিটেনে সেনা প্রশিক্ষণ পরিদর্শন করবেন এবং পার্লামেন্টে ভাষণ দেবেন।

ইউক্রেনের ফাইটার জেট পাইলট এবং মেরিনসহ নৌ ও বিমান বাহিনীর প্রশিক্ষণ সম্প্রসারণ করার পরিকল্পনা ঘোষণা করেছে ঋষি সুনাকের কার্যালয়; যা সামরিক সরঞ্জাম সরবরাহকে ত্বরান্বিত করবে।

সুনাক এক বিবৃতিতে বলেছেন- ‘প্রেসিডেন্ট জেলেনস্কির ব্রিটেন সফর তার দেশের সাহস, দৃঢ়সংকল্প এবং লড়াইয়ের একটি প্রমাণ। আমাদের দুই দেশের মধ্যে অটুট বন্ধুত্বের একটি প্রমাণ।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম