Logo
Logo
×

আন্তর্জাতিক

লেপার্ড মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন পুতিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৮ পিএম

লেপার্ড মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন পুতিন

ভ্লাদিমির পুতিন

রাশিয়াকে কোনো দেশ হুমকি দিলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে— এমন হুশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনকে ট্যাংক সরবরাহের ঘোষণা দেওয়ায় জার্মানির কঠোর সমালোচনাও করেছেন তিনি। খবর এএফপির।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভলগোগ্রাদ শহরে এক অনুষ্ঠানে পুতিন বলেন, এটি অবিশ্বাস্য হলেও সত্য যে, আমরা আবার জার্মান লেপার্ড ট্যাংকের হুমকির সম্মুখীন। 

তিনি স্তালিনগ্রাদে ৮০ বছর নাৎসি সেনাদের বিরুদ্ধে রেড আর্মির বিজয়ের স্মরণে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, ক্রেমলিন নতুন করে ইউক্রেনে হামলা চালানোর জন্য তাদের বাহিনীকে একত্রিত করছে। এর পরই এমন হুশিয়ারি দিলেন পুতিন। 

পুতিন আরও বলেন, লেপার্ড মোকাবিলায় আমাদের কিছু প্রস্তুতি নিতে হচ্ছে। ইউক্রেনের সঙ্গে সম্পূর্ণ ভিন্নধর্মী ও আধুনিক যুদ্ধ হবে। রাশিয়ার সঙ্গে লড়াই করার জন্য এ মাসে আধুনিক যুদ্ধ ট্যাংক সরবরাহে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছে ইউক্রেন। 

ট্যাংকের পর এবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজ চাইছে দেশটি। তবে এসব আবদারকে বাড়াবাড়ি আখ্যা দিয়েছে জার্মানি। 

এদিকে ইউক্রেন সফরে গিয়ে ইইউ প্রধান উরসুলা ভন ডের লেন বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে ইইউ। 

জেলেনস্কি ভন ডের লেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া কেবল ইউক্রেনের বিরুদ্ধে না, তারা একটি মুক্ত ইউরোপ এবং মুক্ত বিশ্বের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম