মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সিন্ধু প্রদেশে ব্যাপক বিক্ষোভ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ০৮:৪৬ পিএম
পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ যাইন শাহ’র পদত্যাগের দাবি জানিয়েছেন অঞ্চলটির বিভিন্ন রাজনৈতিক নেতারা।
ডনের খবরে বলা হয়, সিন্ধু প্রদেশের প্রখ্যাত রাজনীতিবীদ গোলাম মোর্তজা সাঈদের জন্মবার্ষিকী উপলক্ষে শান অঞ্চলে আয়োজিত এক অনুষ্ঠানে রাজনৈতিক কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে সিন্ধু প্রদেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ বিক্ষোভে প্রদেশটির সর্বস্তরের রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করেন।
গত মঙ্গলবার গোলাম মোর্তজা সাঈদের জন্মবার্ষিকী অনুষ্ঠানে পুলিশ বাধা দিলে রাজনৈতিক নেতাকর্মী এবং পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশ গুলিবর্ষণ ও লাঠিচার্জ করলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
বিক্ষোভকারীদের দাবি, সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ যাইন শাহ’র আদেশে পুলিশ এ হামলা চালিয়েছে। এজন্য তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং জুডিশিয়াল কমিশন গঠনের আহবান জানান।
সিন্ধু ইউনাইটেড পার্টির নেতারা বলেন, এ হামলার পেছনে প্রশাসনের যারাই জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
এজন্য তারা সুপ্রিমকোর্টের প্রতি শানের ঘটনা আমলে নিয়ে জড়িত প্রশাসনের লোকদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান।