বোধগয়ায় দালাইলামার কর্মশালা: একটি সহানুভূতির শিক্ষা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০৬:৩২ পিএম
বিহারের বোধগয়ায় তিন দিনব্যাপী বার্ষিক শিক্ষা কর্মশালা পরিচালনা করেছেন দালাইলামা। এতে অংশ নিয়েছেন রাশিয়া, জার্মান, মালয়েশিয়া, ভারতসহ বিভিন্ন দেশের মানুষ। অংশগ্রহণকারীদের একটাই কথা, বৌদ্ধ ধর্মের অন্যতম শিক্ষা হলো সহানুভূতির শিক্ষা।
এক মালয়েশিয়ান নারীকে বৌদ্ধধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করার পর তিনি বলেন, 'আমার কাছে বৌদ্ধধর্ম বলতে সত্যকে আঁকড়ে ধরা বুঝায়।' অন্য একজন জানিয়েছেন, 'বৌদ্ধধর্ম আমাদের ভাবতে শেখায় কোনটি ঠিক এবং কোনটি ঠিক নয়। '
ধর্ম শুধু বিশ্বাস নয় বরং শাস্তি পাওয়ার ভয়, সর্বশক্তিমানের চোখে খারাপ হিসেবে উপস্থাপিত হওয়ার ভয়। মানুষের লোভ-লালসাকে নিয়ন্ত্রণের মাধ্যম হলো ধর্ম। মানুষের চরিত্র ঠিক রাখতে পারে ধর্ম। সমাজে শৃঙ্খলা বজায় রাখে ধর্ম। তিন দিনব্যাপী কর্মশালায় বার্তা দেন দালাইলামা।
এ শিক্ষা কর্মশালায় অংশ নিয়েছেন বিহারের অসংখ্য পর্যটকও। তাওয়াং, দিরাং এবং বোমডিলা এবং অরুণাচল থেকেও অনেকে অংশ নিয়েছেন। তাওয়াংদের মধ্যে একজন জানিয়েছেন 'সহানুভূতিই সব, এটিই ধর্ম।'
মানুষ হয়ে ওঠার চেয়েও গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য একটি উপাদান হলো সহানুভূতি। আমরা মানুষ, আমরা ভালোবাসা পেতে চাই, সহানুভূতি পেতে চাই।' এসব শিক্ষাই গুরুত্ব পেয়েছে তিন দিনের ওই কর্মশালায়।
তথ্যসূত্র অরুনাচল টাইমস।