বৃদ্ধকে এক কিলোমিটার টেনে নিয়ে গেল স্কুটি, অতঃপর...
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ১২:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের বেঙ্গালুরুর মাগাডি রোডে এক বৃদ্ধকে প্রায় এক কিলোমিটার রাস্তা টেনে নিয়ে গেল স্কুটার আরোহী এক যুবক। যেখানে রাস্তাজুড়ে বাইকের পেছনের অংশ ধরে ঝুলে ছিলেন ৭১ বছর বয়সি ওই বৃদ্ধ। এ ঘটনায় কোনো ভ্রূক্ষেপ নেই ওই চালকের।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সে ভিডিওটি।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি এসইউভি গাড়িতে ধাক্কা মেরেছিলেন ওই স্কুটার আরোহী। যেখানে চালকের আসনে ছিল ওই বৃদ্ধ। পরে তিনি পালানোর চেষ্টা করলে গাড়ি থেকে নেমে ওই স্কুটার চালকের পেছনের অংশ টেনে ধরেন গাড়ির চালক। আর তখনই বৃদ্ধকে টানতে টানতে প্রবল গতিতে ছুটতে থাকে স্কুটারটি।
এদিকে রাস্তার ওই দৃশ্য দেখে ওই স্কুটি আরোহীকে ফলো করে কয়েকটি বাইক ও অটো। শেষ পর্যন্ত একটি অটো ও বাইক স্কুটিচালককে থামান। আশ্চর্যজনকভাবে স্কুটি ছেড়ে উঠে দাঁড়ান ওই বৃদ্ধ। শুরু হয় স্কুটি আরোহীর সঙ্গে পথচারীদের তর্কাতর্কি। শেষ পর্যন্ত ওই যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
এ ঘটনায় বেঙ্গালুরু ওয়েস্টের ডিসিপি বলেন, শহরের একটি হাসপাতালে ভর্তি করে ওই বৃদ্ধের চিকিৎসা চলছে। স্কুটি আরোহীকে গ্রেফতার করেছে গোবিন্দরাজ নগর থানার পুলিশ।
#WATCH | Man being dragged behind a scooter on Bengaluru's Magadi road
— ANI (@ANI) January 17, 2023
The victim is currently under medical treatment a city hospital. The two-wheeler driver has been apprehended by the police at PS Govindaraj Nagar: DCP West Bengaluru
(Video verified by Police) pic.twitter.com/nntPxaZxSu
সূত্র: এনডিটিভি