Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে যৌথভাবে মহড়া চালাচ্ছে বেলারুশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০৩:০৩ পিএম

রাশিয়ার সঙ্গে যৌথভাবে মহড়া চালাচ্ছে বেলারুশ

বেলারুশ ও রাশিয়ার বিমানবাহিনী সোমবার থেকে যৌথ মহড়া শুরু করেছে। এ মহড়াকে মূলত সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

ইউক্রেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বেলারুশের ভূখণ্ডে আঘাত হানার প্রায় দুই সপ্তাহ পর এ বিমান মহড়া শুরু করল।

ইউক্রেনের ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাকে বেলারুশ যুদ্ধের উসকানি বলে মন্তব্য করেছিল। খবর রয়টার্সের।

সোমবার থেকে এ মহড়া শুরু হয়েছে। বেলারুশের জাতীয় নিরাপত্তা পরিষদের ফার্স্ট ডেপুটি স্টেট সেক্রেটারি এ তথ্য জানিয়েছেন।

তিনি দাবি করেন, এ মহড়া সম্পূর্ণভাবে আত্মরক্ষামূলক। তবে তিনি জানান, মহড়াটি বেলারুশ ও রাশিয়ার আকাশসীমা রক্ষার যুদ্ধ মিশন।

তিনি বলেন, ইউক্রেনের সঙ্গে দেশের দক্ষিণ সীমান্তবর্তী অঞ্চল মোটেই শান্ত নয়। ইউক্রেন সীমান্ত অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে বলে তিনি অভিযোগ করেন।

গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তার দেশের সামরিক বাহিনীকে বেলারুশ সীমান্তে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।

ইউক্রেন বলছে, রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধে জড়ানোর জন্য বেলারুশের ওপর চাপ রয়েছে, তবে ক্রেমলিন এ দাবি অস্বীকার করেছে।

বেলারুশও বারবার বলছে, তারা এ যুদ্ধে জড়াতে চায় না। কিন্তু ইউক্রেন থেকে বেলারুশের ভূখণ্ডের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর পরিস্থিতি পাল্টে গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম