চীনের পররাষ্ট্রনীতি বাস্তবায়নে সরব সিসিপিপিআর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০৫:২৯ পিএম
ছবি: সংগৃহীত
চীনের পররাষ্ট্রনীতি বাস্তবায়নে ভূমিকা রাখছে চায়না কাউন্সিল ফর প্রমোশন অব পিসফুল রিইউনিফিকেশন-সিসিপিপিআর। খবর এএনআইয়ের।
পররাষ্ট্রনীতি বাস্তবায়নের লক্ষ্যে দেশের বাইরে প্রায় ৯০টি দেশে বিভিন্ন ধরনের কাজ করে আসছে সংস্থাটি।
চীনের জাতীয় ঐক্য ফিরিয়ে আনতে চায় এমন ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে এ সংস্থা। সিসিপিপিআরের সংবিধানে বলা হয়েছে, চীনের যেসব নাগরিক ঐক্য চায় তাদের নিয়ে এবং এক চীন প্রতিষ্ঠার জন্যই মূলত এ সংস্থা গড়ে উঠেছে।
প্রসঙ্গত, ১৯৮৮ সালে চীনের নেতা দেং ঝাওপিং এটি প্রতিষ্ঠা করেন। এটির সদর দপ্তর চীনের রাজধানী বেইজিংয়ে।
মূলত তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করাই সিসিপিপিআরের অন্যতম উদ্দেশ্য। এ লক্ষ্যে যারা বিশ্বাস করে তাদের নিয়েই এটি গড়ে উঠেছে। সিসিপিপিআরের অন্যতম এজেন্ডা এক চীন নীতি বাস্তবায়ন করা। তাইওয়ানকে আলাদাভাবে না দেখে চীনের সঙ্গে একত্রিত করাই সিসিপিপিআরের লক্ষ্য।