শৈশবে নির্মম নির্যাতনের শিকার হয়েছি: হ্যারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৩:৩১ পিএম
শৈশবে তিনি নির্মম নির্যাতনের শিকার হয়েছেন প্রিন্স হ্যারি। আত্মজীবনী গ্রন্থ স্পেয়ারে এ গোপন তথ্য ফাঁস করেছেন প্রিন্স হ্যারি।
‘স্পেয়ার’ বইতে হ্যারি তার বাবাকে মানসিকভাবে পঙ্গু হিসেবে অভিহিত করেছেন।
বইটিতে অনেক তথ্য প্রকাশ করেছেন হ্যারি। তবে আরও অনেক তথ্য তিনি গোপন রেখেছেন। যুক্তরাজ্যের গণমাধ্যমে ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারি এ কথা বলেন।
হ্যারি জানিয়েছেন, পরিবার নিয়ে কিছু কথা গোপন রেখেছেন। কারণ এসব কথা প্রকাশ হয়ে গেলে পরিবারের সদস্যরা তাকে কোনো দিন ক্ষমা করবে না।
সাক্ষাৎকারে হ্যারি আরও বলেন, ভাই প্রিন্স উইলিয়াম ও বাবা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সম্পর্ক নিয়ে আরেকটি বই লেখার মতো যথেষ্ট তথ্য তার কাছে আছে।
প্রকাশিত বই 'স্পেয়ার' নিয়ে প্রিন্স হ্যারি আরও বলেন, 'বইটির প্রথম খসড়া আলাদা ছিল। সেটি ছিল ৮০০ পৃষ্ঠার। আর এখন এটি ৪০০ পৃষ্ঠার। এটি দুটি বই হতে পারে।'
প্রিন্স হ্যারি আরও বলেন, 'আমার, আমার ভাই ও বাবার মধ্যে কিছু ঘটনা আছে, আমি চাই না বিশ্ব সেটি জানুক। কারণ আমি জানি এ রকম হলে তারা আমাকে ক্ষমা করবেন না।'
গত মঙ্গলবার থেকে হ্যারির বই 'স্পেয়ার' বাজারে এসেছে। বইটিতে উঠে এসেছে রাজপরিবারের ভেতরের অনেক খবর। বইটির বিষয়ে নীরব রয়েছে রাজপরিবার।
টেলিগ্রাফে দেওয়া ওই সাক্ষাৎকারে হ্যারি আরও বলেন, তিনি জনসমক্ষে রাজপরিবারের ভাবমূর্তি নষ্ট করতে চাননি। তবে রাজপরিবারের সংস্কার ও প্রিন্স উইলিয়ামের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য এটি দরকার ছিল।
তবে গত সোমবার প্রকাশিত ব্রিটিশ-আন্তর্জাতিক জরিপ সংস্থা ইউগভ বলছে, একসময়ের জনপ্রিয় প্রিন্সের প্রতি ৬৪ শতাংশ ব্রিটিশের নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। হ্যারি ও মেগান জনপ্রিয়তার সূচকে সবচেয়ে নিচে অবস্থান করছেন।