Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্পিকার নির্বাচনে ১১ বার পরাজিত ম্যাকার্থি 

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ০৪:০৯ পিএম

যুক্তরাষ্ট্রে স্পিকার নির্বাচনে ১১ বার পরাজিত ম্যাকার্থি 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে গত দেড়শ বছরেও এমন ঘটনা ঘটেনি। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনে ১১ বার ভোট হয়েছে; কিন্তু ম্যাকার্থি জিততে পারলেন না। ১৮৬০ সালের পর থেকে এমন ঘটনা আর ঘটেনি দেশটিতে। খবর দ্য গার্ডিয়ানের। 

কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হতে ২১৮ ভোটের প্রয়োজন। কিন্তু দীর্ঘদিনের রিপাবলিকান শিবিরের নেতা ম্যাকার্থি তিন দিন ধরেও এ সংখ্যা পূরণ করতে পারছেন না। সবশেষ গতকাল টানা আট ঘণ্টা নির্বাচন হয়েছে। গত তিন দিনে এ নিয়ে মোট ১১ বার ভোটাভুটি হলেও রিপাবলিকান নেতা ম্যাকার্থি সংখ্যাগরিষ্ঠতা পাননি। 

প্রত্যেকবার ভোটের সময় রিপাবলিকান পার্টির ২০ জন সদস্য ম্যাকার্থির বিরুদ্ধে ভোট দিয়েছেন। ফলে তিনি স্পিকার হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন না।

১৮৬০ সালে ৪৪ বার ভোটাভুটির পর স্পিকার নির্বাচন সম্পন্ন হয়েছিল। তবে তখন দাসপ্রথার বিষয়টি হাউসের সামনে ছিল। এখন তেমন গুরুতর কোনো বিষয় নেই। কিন্তু রিপাবলিকান দলে ম্যাকার্থির বিরোধীরা বলছেন, তারা ম্যাকার্থিকে বিশ্বাস করেন না।

বিক্ষুব্ধ সদস্য নর্মান বিবিসিকে বলেছেন, ম্যাকার্থির ওপর তাদের আস্থা নেই। তিনি যা বলেন তা করেন না। তিনি জানিয়েছেন, ম্যাকার্থির টিম তাদের হুমকি দিচ্ছে। বিরূপ রাজনৈতিক প্রতিক্রিয়ার কথা বলছে। আর তারা বলছেন, ব্যবস্থা নিতে হলে ম্যাকার্থিকে আগে স্পিকার হতে হবে। তারা তাকে স্পিকার হতেই দেবেন না।

ম্যাকার্থি অবশ্য বিক্ষুব্ধদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটির সদস্য করার কথা বলেছেন। আরও কিছু সুযোগ-সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন। কিন্তু বিক্ষুব্ধরা তাদের বক্তব্যে অনড়। তাদের দাবি, ম্যাকার্থিকে সরে দাঁড়াতে হবে। তাদের বিশ্বাসভাজন কোনো নেতাকে স্পিকার করতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম