Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার দেশের সংবিধান বাতিলের আহ্বান জানালেন ট্রাম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২, ০১:৫৯ এএম

এবার দেশের সংবিধান বাতিলের আহ্বান জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ২০২০ সালের নির্বাচনে নিজেকে জয়ী দাবি করেছেন।

একই সঙ্গে ফল বদলে তাকে ক্ষমতায় পুনর্বহাল করতে দেশের সংবিধান বাতিলের আহ্বান জানান তিনি। ট্রাম্পের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। খবর বিবিসির।

ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শনিবার ওই আহ্বান জানান। ‘বড় প্রযুক্তি কোম্পানিগুলো’ ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বলেও অভিযোগ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন—  ২০২০ সালের নির্বাচনে বড় ধরনের জালিয়াতি হয়েছে। তাই নির্বাচনের ফল বাতিল করে সত্যিকারের বিজয়ীকে ক্ষমতায় ফেরানোর আহ্বান জানাই।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু বেটস ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, সংবিধানকে আক্রমণ করে এমন মন্তব্য জাতির জন্য অভিশাপ।

ট্রাম্পের মন্তব্যকে ‘সর্বজনীনভাবে নিন্দা’ জানানো উচিত বলেও জানান তিনি।

সম্প্রতি ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম