Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলকে সহযোগিতা করায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিল ইরান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২, ০১:১৮ এএম

ইসরাইলকে সহযোগিতা করায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিল ইরান

ছবি: সংগৃহীত

ইসরাইলকে সহযোগিতা করার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। অভিযুক্তদের বিরুদ্ধে ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করার এবং অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

বুধবার ইরানের আধাসরকারি বার্তা সংস্থা মেহেরের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য দিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করা এবং অপহরণ করার অভিযোগে চারজনকে ইরানের বিচার বিভাগ মৃত্যুদণ্ড দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইহুদিবাদী শাসকের গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করার অপরাধে এবং অপহরণ করার অপরাধে অভিযুক্ত চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ইহুদিবাদী গোয়েন্দা পরিষেবার দিকনির্দেশনা নিয়ে গুণ্ডাদের এ নেটওয়ার্ক ব্যক্তিগত, সরকারি সম্পত্তি চুরি ও ধ্বংস করছে, মানুষকে অপহরণ করছে এবং জাল স্বীকারোক্তি আদায় করছে।

মেহের জানিয়েছে, অভিযুক্তদের ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনী এবং গোয়েন্দা মন্ত্রণালয় গ্রেফতার করেছিল।

ইরানের বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার ব্যক্তির নাম প্রকাশ করেছে। তারা হলেন— হোসেইন ওরদৌখানজাদেহ, শাহিন ইমানি মাহমুদাবাদ, মিলাদ আশরাফি আতবাতান এবং মানুচেহর শাহবন্দি বোজান্দি বলে জানিয়েছে। তবে তাদের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য সেখানে প্রকাশ করা হয়নি।

এ ছাড়া মিজান অনলাইন আরও জানিয়েছে, দেশের নিরাপত্তাবিরোধী অপরাধ, অপহরণ ও অস্ত্র রাখার অপরাধে পৃথক আরও তিন আসামিকে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তেহরান দীর্ঘদিন ধরেই ইরানের মাটিতে গোপন অভিযান চালানোর জন্য ইসরাইলকে অভিযুক্ত করেছে। একই সঙ্গে পশ্চিম এশিয়ার এ দেশটি তার চিরশত্রুকে ইরানি পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে নাশকতামূলক হামলা চালান এবং বিজ্ঞানীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার অভিযোগও এনেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম