Logo
Logo
×

আন্তর্জাতিক

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ১২:১৪ পিএম

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান

ব্রিটেনের রাজধানী লন্ডনে ইরান দূতাবাসে হামলার প্রতিবাদে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

এ নিয়ে গত দুই মাসে ব্রিটিশ রাষ্ট্রদূতকে চারবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। খবর ইরনা ও আল মায়াদিনের।

কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন এবং কনস্যুলার সম্পর্কবিষয়ক ১৯৬৩ সালের ভিয়েনা কনভেনশন মেনে চলার জন্য ব্রিটিশ রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল বিভাগের মহাপরিচালক।

সম্প্রতি লন্ডনস্থ ইরান দূতাবাস ভবনে একদল দাঙ্গাবাজ হামলা চালায় এবং ইরানের পতাকার অবমাননা করে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ব্রিটিশ রাষ্ট্রদূতকে বলেন, ইরান দূতাবাসের নিরাপত্তা দিতে ব্যর্থতার কোনো ব্যাখ্যা থাকতে পারে না।

এ সময় ব্রিটিশ রাষ্ট্রদূত ইরান দূতাবাসে হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, তিনি তেহরানের প্রতিবাদের কথা লন্ডনকে জানাবেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলেও শেরক্লিফ আশা প্রকাশ করেন।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম