Logo
Logo
×

আন্তর্জাতিক

নেপালে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ৬

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২, ০৮:৪২ এএম

নেপালে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ৬

ছবি: সংগৃহীত

ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপালের পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে এখন পর্যন্ত জানা গেছে। ভারতের উত্তরাঞ্চলেও  কম্পন অনুভূত হয়েছে।

মঙ্গলবার রাত ২টায় ভূমিকম্পটি আঘাত হানে। খবর রয়টার্সের।

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের ডোটি জেলায় ভূমিকম্পে একটি বাড়ি ধসে পড়ে। এতে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) আগে জানিয়েছিল, ভূমিকম্পটি ৫.৬ মাত্রার হতে পারে। 

ইএমএসসি আরও জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল প্রতিবেশী ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পিলিভিট শহরের প্রায় ১৫৮ কিলোমিটার (৯৮ মাইল) উত্তর-পূর্বে এবং এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এএসআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নয়াদিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ভূমিকম্পটিকে ৬.৩ মাত্রার বলে চিহ্নিত করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম