Logo
Logo
×

আন্তর্জাতিক

জার্মানিতে যাত্রীবাহী বিমান নিখোঁজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০৮:৩৬ এএম

জার্মানিতে যাত্রীবাহী বিমান নিখোঁজ

ছবি: সংগৃহীত

জার্মানিতে একটি বিমানসহ সব যাত্রী নিখোঁজের খবর পাওয়া গেছে। জার্মানির জননিরাপত্তামন্ত্রী জর্জ টরেস এ কথা জানিয়েছেন। 

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টায় (গ্রিনিজ সময়) বিমানটি নিখোঁজ হয়।

জার্মানির জননিরাপত্তামন্ত্রী বলেন, মেক্সিকো থেকে একটি ছোট বিমান পাঁচজন জার্মান নাগরিক নিয়ে শুক্রবার কোস্টারিকা থেকে নিখোঁজ হয়েছে। আমরা মেক্সিকো থেকে লিমনের পূর্বাঞ্চলীয় প্রদেশে বিমানবন্দরগামী একটি ব্যক্তিগত ফ্লাইট বিমানের বিষয়ে একটি সতর্কতা পেয়েছি।

টোরেস তার মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি ভিডিওবার্তায় বলেন, বিমানটিতে পাঁচ জার্মান নাগরিক যাত্রী ছিল। কর্মকর্তা বলেন, ‘বিমানটি কোস্টারিকান ক্যারিবিয়ানের লা ব্যারা দে প্যারিসমিনার কাছে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সংযোগ হারায় এবং আমরা তা শনাক্ত করার জন্য অভ্যন্তরীণ প্রটোকলটি অবিলম্বে সক্রিয় করেছি। 

মন্ত্রী বলেন, কয়েক ঘণ্টা পরে, রাত ও খারাপ আবহাওয়ার কারণে অনুসন্ধান স্থগিত করা হয় এবং আগামীকাল আবার অনুসন্ধান শুরু হবে।

সূত্র: এএফপি, ডয়চে ভেলে ও খালিজ টাইমস।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম