Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনের ক্ষোভের মধ্যেই হঠাৎ তাইওয়ান সফরে মার্কিন প্রতিনিধি দল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ০৯:০৭ পিএম

চীনের ক্ষোভের মধ্যেই হঠাৎ তাইওয়ান সফরে মার্কিন প্রতিনিধি দল

মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর কেন্দ্র করে চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মধ্যেই অঘোষিত সফরে রোববার তাইওয়ান পৌঁছেছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দল। তাইপে অবস্থিত ওয়াশিংটনের ডি ফ্যাক্টো দূতাবাসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এ ব্যাপারে এর আগে তাইওয়ানে অবস্থিত আমেরিকান ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, সিনেটর এড মার্কি (ডি-এমএ),জন গারামেন্ডি (ডি-সিএ),অ্যালান লোভেন্থাল (ডি-সিএ),ডন বেয়ার (ডি-ভিএ) ও  কোলম্যান রাডওয়াগেন (আর-এএস)ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বৃহত্তর সফরের অংশ হিসেবে ১৪ ও ১৫ আগস্ট তাইওয়ান সফর করবেন। 

সফরকালে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, ব্যবসা ও বিনিয়োগ, গ্লোবাল সাপ্লাই চেইন, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য গুরুত্বপূর্ণ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাইওয়ানের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করবেন। 

এই সফর তাইওয়ান ও ওয়াশিংটনের মধ্যকার উষ্ণ সম্পর্কের আরেকটি নিদর্শন বলে জানিয়েছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

উল্লেখ্য, গত ২ আগস্ট  ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে স্বায়ত্বশাসিত দ্বীপ দেশটি ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন।

চীন বরাবরই দাবি করে আসছে, তাইওয়ান তাদের অংশ, যেকোনো সময় এটিকে চীনের সঙ্গে একীভূত করা হবে।

তবে তাইওয়ান সরকার জানিয়ে আসছে, দ্বীপতে কখনোই চীন শাসন করেনি। তাই তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করার কিংবা দ্বীপটির ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নেই। শুধুমাত্র তাইওয়ানের জনগণই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। 


 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম