Logo
Logo
×

আন্তর্জাতিক

‘রাশিয়ার ওপর পশ্চিমাদের দেওয়ার মতো নিষেধাজ্ঞা ফুরিয়ে যাচ্ছে’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ১২:৪৪ পিএম

‘রাশিয়ার ওপর পশ্চিমাদের দেওয়ার মতো নিষেধাজ্ঞা ফুরিয়ে যাচ্ছে’

পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে একে-অপরের সঙ্গে প্রতিযোগিতা করছে। কিন্তু নিষেধাজ্ঞার বিষয়টিও ফুরিয়ে যাচ্ছে। রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করতে তারা আর কি  নিষেধাজ্ঞা দেবে সেটি খুঁজে পাচ্ছে না। 

মঙ্গলবার এমন দাবি করেছেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

রুশ নাগরিকদের সেনজেন ভিসা দেওয়া বন্ধ করে দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলার সময় দিমিত্রি পেসকোভ এ কথা বলেন।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এবং উত্তর আমেরিকার দেশগুলো একে-অপরের সঙ্গে প্রতিযোগিতা করছে কার চেয়ে বেশি কে রাশিয়া বিরোধী পদক্ষেপ নিতে পারে। 

তিনি আরও বলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের দেওয়ার মতো নিষেধাজ্ঞা ফুরিয়ে যাচ্ছে, আমাদের ওপর চাপ প্রয়োগ করতে এবং আমাদের অবস্থান পরিবর্তন করতে। কিন্তু এটি হলো একটি ভুল ধারণা। 

তাছাড়া ফিনল্যান্ড রুশ নাগরিকদের ভিসার দেওয়ার বিষয়টি কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে-  এ বিষয়টি নিয়েও কথা বলেছেন দিমিত্রি পেসকোভ। 

তিনি বলেছেন, এমন কিছু এখনো হয়নি। তবে যদি ফিনল্যন্ড এ সিদ্ধান্ত নেয় তাহলে রাশিয়া বিষয়টি নেতিবাচক হিসেবে নেবে রাশিয়া। 

সূত্র: টাস নিউজ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম